Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। আমেরিকার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের আলোচনা সভা ।।

ইন্দ্রজিৎ আইচ :- আজ তাজ বেঙ্গল হোটেলে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজন করেছিলো এক বর্ণাঢ্য বাণিজ্য সভার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকার ভারতীয় অ্যাম্বাসেডর এরিক গার্সটটি।



তিনি এই আলোচনা সভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন ভারতের সাথে আমেরিকার সবসময় সুসম্পর্ক বজায় আছে। বিশেষ করে ব্যাবসায়িক দিকদিয়ে ভারতের সাথে আমদানি ও রপ্তানি এর ব্যাবসা ভালো চলছে।
সব রকম ব্যবসায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদূর প্রসারী লাভ করুক। এমনকি পার্টনারশিপ বিজনেস আরো উন্নতি করুক।

তিনি এই বণিক সভায় আলোচনার মাধ্যমে সকলকে আহ্বান জানালেন ব্যাবসায় আরো বিনিয়োগ করতে। ভারত ও আমেরিকা আগামীদিনে আরো ভালো ব্যাবসায় সাফল্য লাভ করবে এই আশা রাখি।



বণিক সভায় সভাপতিত্ব করেন আই সি সি র প্রেসিডেন্ট মেহুল মহানকা। উপস্থিত ছিলেন আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর ডিরেক্টর জেনারেল ড: রাজীব সিংহ।

Related News