Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

উদবাদালে দলীয় কার্যালয়ের  উদ্বোধন করলেন সৌমেন্দু অধিকারী।।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর – ২ মন্ডলের বাসুদেববেড়িয়া অঞ্চলের উদবাদালে দলীয় কার্যালয়ের  উদ্বোধন হলো শনিবার।ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করলেন   কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির  প্রার্থী সৌমেন্দু অধিকারী।

দলীয় কার্যালয় উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল, সম্পাদক শুভাশীষ মাইতি, ভগবানপুর – ২ মন্ডলের সভাপতি বুদ্ধদেব প্রধান, দলীয় কার্যকর্তা প্রশান্ত পন্ডা প্রমুখ নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকগন।

দলীয় কার্যালয় উদ্বোধন এরপরে দলীয় কর্মকর্তাদের নিয়ে একটি কর্মী বৈঠক হয়। এই বৈঠকে সকলকে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহবান জানানো হয়।

Related News