আজ মুসলিম ধর্মপ্রান মানুষদের পবিত্র ঈদ উৎসব।বিভিন্ন জায়গার মতো কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে জামে মসজিদে পালন করা হলো মহাসমারহে পবিত্র ঈদ।নামাজ পাঠের মধ্যদিয়ে একদিকে যেমন সম্প্রীতির বার্তা দেওয়া হয়,পাশাপাশি এদিন
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শান্তিপুর ১নং অঞ্চল প্রধান সেক সেলিম আলি উপস্হিতিতে শান্তিপুর গ্রামীন জামে মসজিদের ইমাম সাহেব দের পুষ্প স্তবক হাতে তুলে দেওয়ার মাধ্যমে ইদ উল আজহা – এর শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলেন তমলুক এর সি আই পরিমল সাহা ও কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা সহ থানার অফিসাররা।

Post Views: 61





