খেজুরীর কলাগেছিয়ায় আভা মাইতি জন্মদিন উদযাপন ও স্মারক গ্ৰন্হ প্রকাশ - Ekhansangbad

Select Language

[gtranslate]
২২শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ৬ই জুলাই, ২০২৫ )

খেজুরীর কলাগেছিয়ায় আভা মাইতি জন্মদিন উদযাপন ও স্মারক গ্ৰন্হ প্রকাশ

আভা মাইতি স্মৃতিরক্ষা সমিতি,বাজকুল এর উদ্যোগে ” স্মরণে মননে প্রনম্য আভা ” পুস্তক প্রকাশ অনুষ্ঠান ও আভা মাইতির ১০৩ তম জন্মদিন উদযাপন হয় কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ এর সভামঞ্চে। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র মাইতি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় ও চারণকবি মুকুন্দদাসের আবক্ষমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন ড. মিহির কুমার প্রধান, অধ্যাপক ড. গোবিন্দ প্রসাদ কর, জাতীয় শিক্ষক ড. সুজন কুমার বালা, সংলাপ মাইতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সমিতির সভাপতি অনিমেষ মাইতি। বই প্রকাশ করেন উদ্বোধক শান্তানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন অমিয়কুমার মাইতি, প্রাক্তন শিক্ষক স্বপনকুমার মণ্ডল, পার্থসারথি দাশ, মেদিনীপুর সমন্বয় সংস্থার সম্পাদক রতিকান্ত মালাকার, অনিমেষ ভট্টাচার্য, সুমনণারায়ণ বাকরা ,তিমির বরণ হালদার, শিউ মাইতি, জগবন্ধু দাস, দূর্গা দাস, সুদর্শন সেন, বিশ্বজিৎ পাণিগ্ৰাহী প্রমুখ। বক্তাগণ আভা মাইতির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. মিহিরকুমার প্রধান ।

Related News

05:13