Select Language

[gtranslate]
২৭শে শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ১১ই আগস্ট, ২০২৫ )

মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না চুরি

ফের মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরির ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের বামুনদা গ্রামে।

জানা গেছে এই গ্রামের প্রায় ১০০ বছরের পুরোনো শীতলা মন্দিরে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও নগদ টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার মধ্য রাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা।

 

বুধবার সকাল ১১ টা নাগাদ মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা।ভেতরে দেখে মায়ের গয়না ও প্রণয়ন বাক্স নাই। এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা। স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নেই। এলাকাবাসীর দাবি এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

Related News

Also Read

04:08