Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

গৃহঋণ দেওয়ার অভিনব উদ্যোগ নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গৃহঋণ দেওয়ার জন্য অভিনব উদ্যোগ নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ৮ ও ৯ ফেব্রুয়ারি জেলা জুড়ে ৭৯ টি ব্যাংক শাখা অফিসের অধীন প্রায় ৮৫ টির বেশি শিবির খুলে এই ঋণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার সকালে তমলুকের ফাইভ স্টার ক্লাব মাঠে  প্রদীপ প্রজননের মাধ্যমে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিল্লির হেড অফিসের রিজিওনাল ম্যানেজার বিজয় শর্মা এবং কলকাতার রিজনাল ম্যানেজার কল্যাণ কুমার কার্জি। উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা ম্যানেজার।

কাঁথিতে সার্কেল হেড রঞ্জিত সিংহ শিবিরের উদ্বোধন করেন। রামনগর ১ ব্লকের দেউলী হাটের এই শিবিরের উদ্বোধন করেন শাখা প্রবন্ধক হেমন্ত কুমার। উপস্থিত ছিলেন ঋণ আধিকারিক ডঃ উজ্জ্বল কুমার বর সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। ব্যাংকের ছুটির দিনেও প্রায় ৫০ কোটি টাকা  ঋণ দেওয়ার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু গৃহঋ প্রাপক। ব্যাংক কর্তৃপক্ষ এই ঋণ মেলায় কোনরকম প্রসেসিং ফি বা অন্যান্য কোন ফি না নিয়েই ঋণ দেওয়ার জন্য এই মেলা করছে। বহু মানুষ ঋণ নেওয়ার জন্য আবেদন করেছে বলে জানা গেছে।

Related News