Select Language

[gtranslate]
৩০শে শ্রাবণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৪ই আগস্ট, ২০২৫ )

হেল্পিংহ্যান্ডের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হোল সদরঘাটে উদ্যোদপতি চন্দন বসুদের আবাসন চত্বরে অবস্থিত গণপতি বসু স্মৃতি উদ্যানে। দুই কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।কবিতা আবৃত্তি,সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন সংস্থার শিল্পীরা ও অতিথি শিল্পীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, সমাজসেবী অরুণ কান্তি প্রতিহার , সমাজসেবী মানস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠান রবীন্দ্র নজরুল নিয়ে বিশেষ আলোচনা করেন ড.বিবেকানন্দ চক্রবর্তী।সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা সুদীপ্তা দে, সভাপতি দিলীপ মান্না,কার্যকরী সভানেত্রী রাজ্যশ্রী মন্ডল,কোষাধক্ষ্য ষোড়শী সিংহ সহ সংগঠনের সকল সদস্য-সদস্যাগণ।

Related News

Also Read

20:32