Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

মির্জাপুর প্রাথমিক স্কুলে ‘স্মার্ট’ ক্লাসের উদ্বোধনে করলেন অখিল গিরি।

মির্জাপুর প্রাথমিক স্কুলে অবশ্য শুক্রবার থেকেই ‘স্মার্ট’ ক্লাস চালু হয়ে গিয়েছে। নতুন ক্লাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। স্কুলের দেওয়ালে টাঙানো মস্ত মনিটরে ফুটে উঠেছে পড়ানোর বিষয়বস্তু। পাঠ্যবইয়ের নীরস বিষয়গুলি অডিয়ো, রঙিন ছবি বা ভিডিয়োর মাধ্যমে জীবন্ত ভাবে ফুটে উঠতে দেখে তাতেই বুঁদ হয়ে আছে পড়ুয়ারা। শহরের নামী স্কুল বা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল নয়। এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের ও পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের এবং দিঘা চক্রের মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের। ওই স্কুলের শিক্ষক ও স্থানীয় বিধায়কের মিলিত সহযোগিতায় ‘স্মার্ট ক্লাস’ শুরু হয়েছে ওই স্কুলে। অভিনব উদ্যোগে খুশি পড়ুয়া ও অভিভাবক শিক্ষক-শিক্ষিকা সকলেই। স্কুলের প্রধান শিক্ষক শান্তনু কুন্ডু জানিয়েছেন, স্মার্ট ক্লাস এই প্রথম।

গ্রামীণ এলাকায় পড়ুয়াদের পাঠদানকে আরও আকর্ষণীয় করতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বিধায়কের উদ্যোগ সত্যিই খুবই প্রশংসনীয়। পাশাপাশি এখানে ডিজিটাল ক্লাসরুম, পরিশ্রুত পানীয়জল, স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি নির্ধারণ থেকে বাতানুকূল ক্লাসরুমের ব্যবস্থা এমনকি এসএমএসের মাধ্যমে অভিভাবকদের ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ এবং স্কুল ছুটির সময়ও এলার্ট করা হবে।          রামনগর ১ ব্লকের বিডিও পুজা দেবনাথ বলেন, “ক্লাসের একঘেয়েমি কাটাতে স্কুলকে আধুনিক করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে ব্লকের অন্যান্য স্কুলগুলোতে ‘স্মার্ট ক্লাস’ চালু করার ব্যবস্থা নেওয়া হবে।’ অত্যাধুনিক স্মার্ট ক্লাসের সুবিধা মেলায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও।

Related News