Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

হেঁড়িয়া ইউনিয়ান ক্লাবের আয়োজনে নক্ আউট ফুটবল প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া ইউনিয়ান ক্লাবের আয়োজনে নক্ আউট ফুটবল প্রতিযোগিতা  শুরু হলো।
এই খেলার  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী  অখিল গিরি,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য  বিমান নায়ক ও হেঁডিয়া ইউনিয়ন ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ। পতাকা উত্তোলন করে খেলার সময় উদ্বোধন করেন অখিল গিরি। উপস্থিত সকল অতিথি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Related News