Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

ইন্ডিগো পেইন্টসের উদ্যোগে ভীমেশ্বরী বালিকা বিদ্যাপীঠ নতুন রঙে সেজে উঠল

ইন্ডিগো পেইন্টস্ এর তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত ভীমেশ্বরী বালিকা বিদ্যাপিঠ ভবন হলো নতুন রঙে রঙিন।
স্বরস্বতী পুজোর উদযাপনের পূর্বে বিদ্যালয়টিকে নিজস্ব খরচে রং করে দেওয়ার দায়িত্ব নিল ইন্ডিগো পেইন্টস। ইন্ডিগো পেন্টস্ নিজের রঙের বাহারে সাজিয়ে দিল গোটা বিদ্যালয়ে টিকে।
একটি রঙের কোম্পানি ইন্ডিগো। আর কেবলমাত্র রং বিক্রি করার উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকে না তাঁরা । সারা বছর তারা সমাজসেবামূলক বিভিন্ন কাজে হাত বাড়িয়ে দেয়। আজকে ইন্ডিগো প্যান্টসের মাধ্যমে ভীমেশ্বরী বালিকা বিদ্যাপিঠের রং সম্পূর্ণ বিনা মূল্যে করে দিল। এমনকি রঙের শ্রমিকরা ও বিনা পারিশ্রমিকে রং করার দায়িত্ব নিয়েছিল এই সমাজসেবা মূলক কাজে সহযোগিতা করার জন্য। বিদ্যালয়টিকে রং করার সাথে সাথে ইন্ডিগো পেইন্টস শ্রমিক, ঠিকাদার, শ্রমিকদের পরিবার এবং সেলসম্যানের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান  ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।  সাথে সাথে শ্রমিকদের ও ছাত্র ছাত্রীদের প্রাইজ বিতরণের ও আয়োজন করা হয়েছিল।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ গান এমনকি মিউজিকাল চেয়ার খেলার ও আয়োজন করেছিল এই সংস্থা। কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার পৃথ্বীশ সাঁতরা জানিয়েছেন, এই সংস্থা এক হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রং করে ফেলেছে আগামী দিনে আরো কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান রং করার ভাবনা রেখেছে। এরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা দাস সরকার জানিয়েছেন,  আর্থিক প্রতিকূলতার কারণে অনেক সময় আমরা ছাত্রীদের অনেক সুযোগ সুবিধা দিতে পারিনা। এই স্কুলটিকে বিনা মূল্যে রঙিন করলো ইন্ডিগো। এবার থেকে  ঝাঁ চকচকে স্কুলে আসবে ছাত্রীরা। খুব ভালো লাগছে।  এর জন্য ইন্ডিগো পেইন্টস কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

Related News