Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

কুসুমপুর পঞ্চায়েতের শেরপুরে গুচ্ছ সমিতির বার্ষিক সম্মেলন

কাঁথি দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন  কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত সেরপুর ইউনিট এর সূর্য শিখা গুচ্ছ সমিতির পরিচালনায় রামচন্দ্রপুর বাসন্তী মন্দির প্রাঙ্গণে বিকাল ৩ টায় বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  হয়।  উপস্থিত ছিলেন ১২২জন সদস্যা।উক্ত অনুষ্ঠানে দল ও ক্লাস্টার শক্তিশালী করন ও এলাকায় কিভাবে পরিচিতি লাভ করবে এবং বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করা হয়।  উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র শাসমল,  মাতঙ্গিনী বিকাশ কেন্দ্র এর সহ-সভাপতি কমল কুমার দাস, কাজলা জনকল্যাণ সমিতির সুপার ভাইজার নীতিমালা পান্ডা, ক্লাস্টার নেত্রী বাসন্তী জানা।

মহিলাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ২ জন দুস্থ: মহিলাকে উপহার  হিসেবে কম্বল বিতরণ করা হয়। কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপারভাইজার সুবিমল বেজ ও ইউনিটের কর্মীবৃন্দ।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন নিলীমা জানা।

Related News