Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

নববর্ষে পথ চলতি মানুষকে মিস্টি খাওয়ালো পুলিশ

বাংলা নববর্ষের সূচনাতেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ধরা দিল অভিনব রূপে। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে, রাজ্য সঙ্গীত সহ বিভিন্ন গানের সুর শুনিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হল জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, নববর্ষের সাথে সাথেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবসের শুভেচ্ছা জানাতেই এই অভিনব উদ্যোগ।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জেলা শহর মেদিনীপুরের কেরানীটোলা এলাকায় এই আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের ‘ব্রাস ব্যান্ড টিম’ রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শহরবাসী ও পথচলতি মানুষকে। এরপরই, পথচারী, যানবাহন চালক সহ এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার প্লেট। সেই সঙ্গে পানীয় জল, সরবতের ব্যবস্থাও ছিল। উপস্থিত জেলা পুলিশের আধিকারিকরা। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা জানানোর সাথে সাথেই আমাদের রাজ্য সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ। জেলা ও শহরবাসীকে পশ্চিম মেদনীপুর জেলা পুলিশের তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

Related News

Also Read