ইন্দ্রজিৎ আইচ
কথায় বলে নারীরাই সমাজের আসল শক্তি, তারাই আসল দুর্গা। নারীশক্তির গৌরবকে উদযাপন করতে কলকাতার আইসিসিআর অডিটোরিয়ামে ১৫ জুন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল “রেডওয়াইন বঙ্গনারী সম্মান”-এর চতুর্থ বর্ষ।

সমাজে অগ্রণী ভূমিকা রাখা সাহসিনী, সৃষ্টিশীল ও সংগ্রামী বঙ্গনারীদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যেই এই মহতী উদ্যোগ। সন্মানিত করা হয় সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিত্ব, প্রশাসনিক, শিল্পী, আধিকারিক, সংস্কৃতিকর্মীকে।
এবারের সম্মানপ্রাপ্তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন
পঞ্চালী মুন্শি (হালদার) – WBCS অফিসার ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার। এছাড়া অভিনেত্রী অনামিকা সাহা , শাশ্বতী গুহঠাকুরতা, চৈতি ঘোষাল, সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত।
এছাড়াও সমাজকর্ম, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা ও উদ্যোক্তা জগতে অবদান রাখা আরও ১৩ জন বিশিষ্ট বঙ্গনারী সম্মানিত হন।এই স্মরণীয় মুহূর্ত
অনামিকা সাহাকে সম্মান জানান যুগ্ম কমিশনার অনুপম হালদার এবং মডেল ও অভিনেত্রী সাথী সরকার। এই প্রসঙ্গে অনুপম হালদার বলেন -“একই মঞ্চে অনামিকা সাহার মতো কিংবদন্তি অভিনেত্রীর পাশে দাঁড়ানো আমার জীবনের এক বিশেষ মুহূর্ত।”

অন্যদিকে, একান্ত সাক্ষাৎকারে পঞ্চালী মুন্শি বলেন,
“সাধারণত বলা হয়, প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টো। আমার স্বামী অনুপম হালদার আমার প্রেরণা ও সহযোদ্ধা। তাঁর অবিচল সমর্থনই আমাকে আজকের জায়গায় পৌঁছতে সাহায্য করেছে।” সেই সঙ্গে অমিত গাঙ্গুলির মন মাতানো গান, সাংস্কৃতিক মেলবন্ধনে সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য
হয়ে উঠেছিলো।





