Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

অপরাজেয়-এর প্রতিষ্ঠা দিবস পালন ও রবীন্দ্র-নজরুল স্মরণ

পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন ও সেই সঙ্গে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের উপকণ্ঠে যমুনাবালিতে অবস্থিত কল্পতরু গেস্ট হাউসে।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি সভাপতি প্রদীপ মাহাত।অনুষ্ঠানের শুরুতে দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সুশান্ত জানা। প্রতি বছরের ন্যায় এ বছরও যাঁরা সমাজের বিভিন্ন সেবা কর্মে নিযুক্ত রয়েছেন সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গদের এবারেও অপরাজেয় সম্মান-২০২৫ প্রদান করা হয়।

এবারে অপরাজেয় সম্মান লাভ করেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর ও অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সমাজকর্মী শুভেন্দু দে। রবীন্দ্র-নজরুল এর উপর বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া।নাচ’গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া , শিক্ষিকা সমাজকর্মী দীপান্বিতা শিক্ষক ও সঙ্গীত শিল্পী দীপেশ দে, শিক্ষক অভিজিৎ দাস,শিক্ষক দীপক ভূঁই,শিক্ষক শুভাশিস গোস্বামী মহাশয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও সংগঠনের সদস্যবর্গরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলেছেন।সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে। সঞ্চালনা করেন তরুণ কুমার মন্ডল।

Related News

Also Read