জামাইষষ্ঠীতে দুর্ঘটনায় আহত জামাই সহ ১১ জন - Ekhansangbad

Select Language

[gtranslate]
৮ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ২৩শে জুলাই, ২০২৫ )

জামাইষষ্ঠীতে দুর্ঘটনায় আহত জামাই সহ ১১ জন

শ্বশুরবাড়ি যাবার পথে দুর্ঘটনার কবলে পড়লো জামাই।এই দুর্ঘটনার জেরে আর

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যাওয়া হলনা জামাইর । দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনায় আহত হল জামাই ও স্ত্রী সহ ১০ জন। রবিবার দুপুরে দইসাইয়ের কাছে এই দুর্ঘটনা হয়। মারিশদা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, একটা বাইকে করে এক যুবক তাঁর স্ত্রীকে নিয়ে জামাইষষ্ঠীর জন্য দইসাইতে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। দইসাইতে রাস্তা পেরোনোর সময়, দিঘা থেকে কলকাতাগামী একটি পর্যটক বোঝাই মারুতি ভ্যান বাইক আরোহীকে ধাক্কা দেয়।

নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইক আরোহী সামনে থাকা যাত্রীবোঝাই টোটোতে ধাক্কা দেয়। ঘটনায় বাইক আরোহী ও তার স্ত্রী সহ মোট ১০ জন আহত হয়। ফলে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যানজট হয়। স্থানীয়রা ও মারিশদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Related News

06:58