শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়লাভ বিজেপির - Ekhansangbad

Select Language

[gtranslate]
২২শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ৬ই জুলাই, ২০২৫ )

শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়লাভ বিজেপির

পূর্ব মেদিনীপুর জেলার ইটাবাড়িয়া কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ বিজেপির। তৃনমুলে কাঁথ সংগঠনিক জেলা সভাপতির নিজের এলাকায় ধাক্কা খেল।

মোট আসন সংখ্যা ছিল ৯ টি।

সবগুলো আসনেই তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা অংশগ্রহণ করে। কড়া নিরাপত্তায় সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে। নির্বাচনের পরে ফল প্রকাশ হতে দেখা যায় ৯ টি আসনেই বিজপি জয়লাভ করে।

মোট ভোটার সংখ‍্যা ছিল ৪৬২ জন এর মধ‍্যে ৩৯৭ জন ভোট দেন।

নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপির পক্ষ থেকে গেরুয়া আবির খেলা শুরু হয়। প্রার্থিদের ফুলের মালা পরিয়ে এলাকার পরিক্রমা করে সমর্থক গন। এই জয়লাভ আগামী দিনে পূর্ব মেদিনীপুরে বিজেপি কে অস্কিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

ভগবানপুর ২ ব্লকের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা সুভাশিষ মাইতি জানান দির্ঘদিন ধরে এই সমবায় সমিতির কোনো নির্বাচন হয়নি। সব শেষে ২০১১ পর থেকে নির্বাচন হয় নি। কোনো সাধারণ সভাও হয় নি। দির্ঘদিন পর এই নির্বাচনে বিজেপির জয় এই জয় সাধারণ মানুষের জয় বলে জানিয়েছেন বি জে পি নেতৃত্ব।

Related News

10:20