নুলিয়াদের প্রচেষ্টায় দিঘায় প্রাণ বাঁচলো এক পর্যটকের - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৯শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ৩রা জুলাই, ২০২৫ )

নুলিয়াদের প্রচেষ্টায় দিঘায় প্রাণ বাঁচলো এক পর্যটকের

নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচলো এক পর্যটকের।পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটক প্রাণে বাঁচলো।

 

বুধবার দুপুরে নতুন দিঘার হলিডে হোম এবং কনিকা ঘাটের মাঝামাঝি জায়গায় এক পর্যটক সকলের নজর এড়িয়ে আচমকা মদ্যপ অবস্থায় সমুদ্র স্নানে নেমে পড়ে। মদ্যপ থাকায় বেসামাল হয়ে এই পর্যটককে তলিয়ে যেতে দেখে।সাথে সাথে নুলিয়ারা তৎপরতার সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া এই পর্যটককে উদ্ধার করে। সংগাহীন অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে চিকিৎসায় এই পর্যটক সুস্থ হয়েছে বলে জানা গেছে।

 

পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মদ্যপ অবস্থায় সমুদ্রে মাঝে মধ্যেই নেমে পড়ছে পর্যটকেরা। সেই কারণে এই ধরনের বিপর্যয় ঘটে চলেছে।

Related News

Also Read

01:02