সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গেরুয়া বসনধারী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩২ বুধবার ( ৯ই জুলাই, ২০২৫ )

সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গেরুয়া বসনধারী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে শুক্রবার বিকালে গেরুয়া বসনধারী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ৬০ ঊর্ধ গেরুয়া বসনধারী এক ব্যক্তিকে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। সন্দেহ হলে কাঁথি থানায় খবর দেওয়া হয়। ওই ব্যক্তির দুটি ব্যাগ পাশেই রাখা ছিল।

 

খবর পেয়ে পুলিশ এসে সংজ্ঞাহীন ব্যক্তিকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সান স্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

ময়না তদন্তে রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে না বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ মৃত্যুর কারণ ও ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Related News

22:25