হত্যাকাণ্ডের অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলো আদালত - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ১৩ই জুলাই, ২০২৫ )

হত্যাকাণ্ডের অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলো আদালত

আড়াই বছর আগে নিশংস হত্যাকাণ্ডের বিচার হলো কাঁথি মহকুমা দায়রা আদালতে। বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পারে আজ শুক্রবার তার সাজা ঘোষণা করলেন। দোষী নন্দদুলাল শী কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে এক বছর অতিরিক্ত জেল। প্রায় আড়াই বছর আগের এক নৃশংস হত্যাকাণ্ডের বিচার হল কাঁথি মহকুমা দায়রা আদালতে অতিরিক্ত দায়রা জজ শুভদীপ চৌধুরীর এজলাসে।

গতকাল মামলাটির আসামি নন্দ দুলাল শী কে ভগবানপুর থানার অন্তর্গত মির্জাপুর মৌজার মনোরঞ্জন মাইতিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত দায়রা জজ শুভদীপ চৌধুরী। ঘটনা হলো গত ১৩-১২-২০২২ তারিখ সকাল আটটা সাড়ে আটটা নাগাদ যখন মনোরঞ্জন মাইতি তার জমিতে ধান চাষের জন্য ঘাস বাছাই করছিল তখন পাশের জমিতে কাজ করতে থাকা নন্দদুলাল শী ও তার স্ত্রী কাজল শীর সঙ্গে তর্ক বিতর্ক চলাকালীন নন্দদুলাল শী কোদাল হাতে মনোরঞ্জন মাইতিকে প্রাণে মেরে ফেলার জন্য দৌড়াতে থাকে। মনোরঞ্জন প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে গেলে নন্দদুলাল তার হাতে থাকা কোদাল দিয়ে তার মুখে বারংবার আঘাত করে কুপাতে থাকে এবং ঘটনাস্থলেই মনোরঞ্জন প্রাণ হারায়।

 

এই মামলার সরকারি আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মনজুর রহমান খান সাহেব চার্জশিট মোতাবেক মোট ১১ জনের সাক্ষী আদালতে পেশ করেন এবং আসামিদের বিরুদ্ধে নৃশংস হত্যার কারণে দোষী সাব্যস্ত করার জন্য জোরালো সাওয়াল করেন। এদিন আদালত সমস্ত সাক্ষ্যপ্রমাণাদির উপর ভিত্তি করে এই ঘটনার মূল আসামি নন্দদুলাল শীকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং নন্দদুলাল এর স্ত্রী কাজল শীর বিরুদ্ধে সঠিক সাক্ষ্য প্রমাণাদি না পাওয়ার কারণে নির্দোষ ঘোষনা করেন এবং ১০ হাজার টাকার বেল বন্ডে জামিন প্রদান করেন।

Related News

Also Read

09:07