মৎসজীবী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা - Ekhansangbad

Select Language

[gtranslate]
৩১শে আষাঢ়, ১৪৩২ মঙ্গলবার ( ১৫ই জুলাই, ২০২৫ )

মৎসজীবী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

শুক্রবার সকাল ১২ টায় কাঁথি বীরেন্দ্র স্মৃতি সৌধে দেশপ্রাণ ব্লকের অন্তর্গত উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

সভার শুরুতে স্বাগত ভাষণ রাখেন উপকূলীয় প্রাইমারি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি স্বপন পন্ডা , এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য আধিকারিক মধুসূদন মন্ডল, ছিলেন দেশপ্রাণ ব্লকের এফ.পি.ও সোহম পন্ডা, সুরজিৎ নিয়োগী, রিজিওনাল ডাইরেক্টর অ্যাকশন এইড অ্যাসোসিয়েশন কলকাতা, সমিতির সহ সম্পাদক সুশান্ত মন্ডল, সরদা গ্রাম পঞ্চায়েত এর সদস্য তপন সাউ প্রমুখ।

জেলা মৎস্য আধিকারিক মধুসূদন মন্ডল সমিতির ২০২৪-২০২৫ বর্ষে নতুন পরিচালক মন্ডলীর নাম ঘোষণা করেন স্বপন পন্ডা, শেখ সামসুল দপ্তরী, সুশান্ত কুমার মন্ডল, নন্দদুলাল জানা , অরুন কুমার দে, রিতা গিরি, সংগীতা বাসুলী , মনি দাস, কামদেব শিট।

সমিতির বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন সমিতির ম্যানেজার মঞ্জুশ্রী মাইতি, সমিতির বার্ষিক প্রতিবেদন, ২০২৩-২৪ বর্ষের অডিট রিপোর্ট, ২০২৫-২০২৬ বর্ষের বাজেট ও পরিকল্পনা পাঠ করেন সমিতির সম্পাদক শেখ সামসুল দপ্তরী।

Related News

13:13