ঘুটিয়ারি শরীফে গ্রেফতার বাংলাদেশী মহিলা - Ekhansangbad

Select Language

[gtranslate]
২২শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ৬ই জুলাই, ২০২৫ )

ঘুটিয়ারি শরীফে গ্রেফতার বাংলাদেশী মহিলা

প্রদীপ কুমার সিংহ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশীকে আটক করল বারুইপুরের ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশ।
আটক বাংলাদেশী মহিলা নাম বিউটি বেগম (২৭) । ঘুটিয়া শরিফ পুলিশ ফাঁড়ি, বারুইপুর থানার অধীন। বিউটি বেগম বাংলাদেশের নওসন্দি জেলার শিবপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর গত দুমাস আগে তার বন্ধু রিনার হাত ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহারাষ্ট্রে মুম্বাই এলাকায় যায়। সেখানে কিছুদিন থাকার পর যাতে পুলিশের চোখে ধরা না পড়ে , সেই কারণে জায়গা বদল করে চলে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অধীন ঘুটিয়ারি শরীফ এলাকায়। ঘুটিয়ারি শরীফের দেওয়ানপাড়া একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই মহিলা। এলাকায় ভিক্ষুকের কাজ করে সংসার চালাতো মহিলা। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হতে তারা ঘুটিয়া শরিফ পুলিশ ফাঁড়িতে খবর দেয়।। পুলিশ তাকে বৃহস্পতিবার রাতে আটক করে। জিজ্ঞাসা করার জন্য।

Related News

07:18