সেচ দপ্তরের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৯শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ৩রা জুলাই, ২০২৫ )

সেচ দপ্তরের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ

সেচ দপ্তরের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠছে বহিরাগত দুস্কৃতীদের বিরুদ্ধে।

ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইয়ের খালপাড় সংলগ্ন মাধবপুর এলাকায়।

স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা জোরপূর্বক ভাবে সেচ দপ্তরের জায়গার উপর অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছেন। আমরা সেচ দপ্তর ও পঞ্চায়েতে জানানোর পরও কেউবা কারা গায়ের জোরে এই অবৈধভাবে বাড়িগুলো নির্মাণ করছে।

ফলে আমরা সমস্ত গ্রামবাসী এইখানে উপস্থিত হয়েছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি। সেই ঘটনাকে ঘিরে এলাকায় সময়িক উত্তেজনা তৈরী হয়। স্থানীয় এলাকার বাসিন্দা গুরুপদ দাসে’র অভিযোগ, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ঐ সরকারি জায়গাগুলো কেনা বেচা করছে।

আমরা স্থানীয় প্রশাসনকে বার বার জানিয়েছি। এই জলনিকাশি ঘিরে অবৈধ নির্মাণ হচ্ছে। ফলে জল না বেরাতে পারলে আগামীদিনে আমাদের খুবই সমস্যায় পড়তে হবে। কিন্তু অভিযুক্তরা ক্যামেরা দেখেই চম্পট দিয়েছে। কিন্তু ফোনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এগরা ২ ব্লকের বিডিও।

Related News

Also Read

04:50