উদ্বোধন হলো "টু নয়েজ টেকনোলজি এল এল পি"বৈদ্যুতিক সরঞ্জাম দোকানের - Ekhansangbad

Select Language

[gtranslate]
৮ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ২৩শে জুলাই, ২০২৫ )

উদ্বোধন হলো “টু নয়েজ টেকনোলজি এল এল পি”বৈদ্যুতিক সরঞ্জাম দোকানের

 ইন্দ্রজিৎ আইচ 

মানস মণ্ডল, ময়ুখ ভট্টাচার্য্য, এবং গিরিধার মণ্ডল এই তিনজনের যৌথ উদ্যোগে বুদ্ধ পূর্ণিমার দিনে সোনারপুর খুরিগাছি ব্রিজের পাশে উদ্বোধন হলো ৩০০ স্কোয়ার ফুটের বৈদ্যুতিক সরঞ্জাম এর দোকান ” টু নয়েজ টেকনোলজি এল এল পি । সোমবার সন্ধায় এই দোকানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনের পর এই টু নয়েজ টেকনোলজি এল এল পি এর কর্ণধার মানস মন্ডল

এক সাংবাদিক সন্মেলনে জানালেন এই দোকানের নাম টু নয়েজ অর্থাৎ এর মানে সততার প্রতীক। আমাদের এই দোকানে ভারতবর্ষের সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টিভি, ফ্রিজ, মিউজিক সিস্টেম, এসি থেকে পাখা, মিক্সচার বাইন্ডার, মাইক্রোওভেনে সহ সব ধরনের জিনিসপত্র paoua যাবে। আজ থেকে আগামী এক মাস ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে প্রতিটি জিনিসের ওপর। এছাড়া আছে নানা উপহার।

এছাড়া ১৫ হাজার টাকা কেনা কাটা যিনি করবেন তিনি পেয়ে যাবেন প্রেসার কুকার।

মানস মন্ডল এই প্রতিবেদককে আরো বলেন উদ্বোধনী উপলক্ষে আমরা যে আকর্ষণীয় সুবিধাগুলি দেবো গ্রাহকদের সেই গুলো হলো

১,সকল পণ্যের উপর বিশেষ উদ্বোধনী ছাড়,

২,আকর্ষণীয় অফার ও উপহার,

৩,বিনামূল্যে ইনস্টলেশন পরিষেবা,

৪, বিনামূল্যে হোম ডেলিভারি

৫, লাইভ টাইম মেম্বারশিপ

 

সোনারপুরবাসীর কাছে নিঃসন্দেহে টু নয়েজ টেকনোলজি এল এল পি

একটা বড় সুখবর এটা বলা যেতেই পারে।

Related News

23:04