দেশ রক্ষার যুদ্ধে ব্যস্ত দুই ছেলে, বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য মহিষাদলে - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

দেশ রক্ষার যুদ্ধে ব্যস্ত দুই ছেলে, বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য মহিষাদলে

ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ব্যস্ত ভারতের সেনাবাহিনীরা। দেশ রক্ষার কাছে যখন ব্যস্ত পরিবারের দুই ছেলে এবং আত্মীয়র বাড়িতে মা তখন বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার ঘাগরা গ্রামে। জানাগিয়েছে ওই গ্রামের হিমানী ত্রিপাঠীর দুই ছেলে সেনাবাহিনীতে কর্মরত। এই মাসেই তাদের বাড়ি আসার কথা ছিলো। ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য ছুটি না পাওয়ায় বাড়ি আসতে পারেনি। হিমানীদেবির চোখের অপারেশনের জন্য আত্মিয় বাড়িতে ছিলেন। বড়িতে কেউ ছিলো না। সেই সুযোগে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে।প্রতিবেশীরাই খবর দেয় হিমানীদেবিকে। তিনি এসে দেখেন বাড়িতে থাকা নগদ ১০ হাজার টাকা সহ গহনা প্রায় কয়েক লক্ষাধিক টাকা চুরি হয়েছে। মহিষাদল থানায় জানানোর পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামে এর আগে একাধিক চুরির ঘটনা ঘটার পর পুলিশের সেইভাবে নজদারি নেই বলে অভিযোগ। পুলিশের অসযোগিতার অভিযোগ করছেন স্থানীয়রা।

Related News

19:10