মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ১৩ই জুলাই, ২০২৫ )

মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের

সোমবার রয়েছে শালবনি ব্লকের অন্তর্গত জেএসডাবলু তে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি গরবেতা এক নম্বর ব্লকের অন্তর্গত গোয়ালতোড়ে সোলার প্ল্যান্টেরও উদ্বোধন করবেন। জেলা জুড়ে একদিকে যখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে তৈরি তার দলীয় কর্মীরাও। জেএসডাব্লুতে যাওয়ার পথের দুই পাশে দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পুলিশ প্রশাসনের আধিকারিকেরাও নিরবচ্ছিন্ন নিরাপত্তার কাজে ব্যস্ত। এলাকার বাসিন্দারা জানান, এই প্ল্যান তৈরি হলে আগামী দিনে এলাকার মানুষের কর্মসংস্থান হবে বলো জানান এলাকাবাসী। এই শিল্প গড়ে উঠলে অনুসারী হিসেবে আরো অনেক কর্মসংস্থান হবে। তবে শুধুমাত্র পাওয়ার প্ল্যানটি নয়, আগামী দিনে এই শালবনির মতো ফাঁকা জায়গায় আরো বড় শিল্প হোক চান এলাকার মানুষজন।

Related News

Also Read

05:05