সলিল সমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠান  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২২শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ৬ই জুলাই, ২০২৫ )

সলিল সমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠান 

সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাছাই পর্ব শুরু হয় শুক্রবার। জেলার চার মহকুমার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রায় ১২ টি ইভেন্টের পাঁচজন করে প্রতিযোগীকে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।

 

কাঁথি মহকুমা কার্যকরী সমিতির পরিচালনায় শুক্রবার সকাল আট টা থেকে সংগীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি বিষয়ে মহকুমা স্তরের বাছাই পর্বের প্রতিযোগিতা চলে কাঁথি মডেল ইন্সটিউশনে। সকালে প্রবাদপ্রতিম সংগীত স্রষ্টা ও কবি সলিল চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

কবিগুরু রবীন্দ্রনাথ ,নেতাজি সহ বিভিন্ন মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্য দান করেন সলিল চৌধুরী জন্ম শতবার্ষিক উদযাপন কমিটির পূর্ব মেদিনীপুর জেলার যুগ্ম আহ্বায়ক আমল নায়েক, কাঁথি মহাকুমা এবিটিএ সম্পাদক দীপক প্রধান, সুশান্ত ঘোষ,গণনাট্যের নটেন্দ্রনাথ দাস, মঞ্জু তোলা,লেখক শিল্পী সংঘের প্রণব পন্ডা, দিলীপ জানা ,কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী, শ্রীমন্ত বানিয়া, দিপক হোতা জেলা এবং মহাকুমার বিভিন্ন বিদ্যালয় এবং সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এবং ছোট্ট সভায় সভাপতিত্ব সংগঠনের কর্মকর্তা কৃষ্ণপদ পঞ্চ্যাধায়ী।

Related News

05:25