Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মহিলাদের বগি বাড়ায় রেল অবরোধ যাত্রীদের

প্রদীপ কুমার সিংহ

হঠাৎ করে প্যাসেঞ্জার ট্রেনে মহিলাদের কামরা বাড়িয়ে দেওয়ার জন্য ট্রেনের যাত্রীরা অবরোধ করে। এই অবরোধ কয়েক ঘন্টা ধরে চলে। মূলত

কর্ম ব্যাস্ত দিনে রেল অবরোধের দরুন তীব্র ভোগান্তি শিয়ালদা দক্ষিণ শাখা লক্ষ্মীকান্তপুর লাইনে।বুধবার দক্ষিণ বারাশত স্টেশনে প্রথম লাইনে প্ল্যাকার্ড হাতে নিয়ে রেল অবরোধে শামিল হয় রেলযাত্রীরা। যাত্রীদের অভিযোগ যে ভিড়ে ঠাসা কামরায় উঠতে এই লাইনে এমনিতেই যাত্রীদের নিত্য দিনের ভোগান্তি সইতে হয়। তারপর আবার নতুন করে প্যাসেঞ্জার ট্রেনে মহিলা কামরা বাড়ানোর ফলে সাধারণ যাত্রী অর্থাৎ পুরুষদের সমস্যা বেড়েছে। তাই সেই সিদ্ধান্ত বদলের দাবিতেই এদিন সকাল সাড়ে সাতটার পর থেকেই রেল অবোধ শুরু হয়।যে কারণে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এই দিন বহুরূ,দক্ষিণ বারাশাতের পাশাপাশি ধপধপি স্টেশনে ও রেল অবরোধ শুরু হয়েছে। রেল সূত্রে খবর বারুইপুর থেকে ডাউন লাস্ট ট্রেন সকাল সাত টার পর ছেড়ে যায়। তারপর অবরোধ শুরু হয়। ফলে বারুইপুর থেকে ৭,৪৯ -৮,৪৯-,৯,২২,-১০,০১ মিনিটের ডাউন বাতিল হয়। বারুইপুর স্টেশনে বসে থাকা রেল যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায় সকালে আটটার থেকে প্রায় পৌনে এগারোটা পর্যন্ত বারুইপুর স্টেশনে বসেছিলেন।রেল পুলিশের আধিকারিকরা গিয়ে রেল অবরোধকারীদের সঙ্গে কথা বলে প্রায় ১০,৪৫ টার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। এর ফলে কর্ম ব্যস্তর দিনে রেল যাত্রীরা খুবই সমস্যার সম্মুখীন হয়। হঠাৎ বারুইপুর স্টেশনে এসে নামখানা, লক্ষ্মীকান্তপুর ট্রেন বন্ধ থাকায় তারা লাইনের উপর দিয়ে বারুইপুর রেলগেটে যায় বিকল্প গাড়িতে দেখে কর্মস্থলে পৌঁছানোর জন্য।এই খবর পাওয়ার পর অটো চালক, টোটো চালক তাদের ভাড়াও বেশ কিছুটা বাড়িয়ে প্যাসেঞ্জার কাছ থেকে নেয়।

Related News

Also Read