প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে বারুইপুরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পে মানুষকে সচেতন করার জন্য মিছিল সহ অন্যান্য কর্মসূচি নেয় শুক্রবার বারুইপুরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ শুক্রবার পদ্মপুকুর থেকে কাছারি বাজার পর্যন্ত একটি মিছিল করে কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে। সেই মিছিলে মূল উদ্দেশ্য সেফ ড্রাইভ সেভ লাইফ পশ্চিমবাংলা সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্পকে বাস্তবায়িত করতেই এই মিছিল হয়। মানুষকে সচেতন করার জন্য মোটরবাইক যারা চালায় তারা হেলমেট পড়ে চালানোর আহ্বান জানান সহ বিভিন্ন সচেতন মূলক বার্তা পাঠায় এই মিছিল থেকে। এই মিছিলে কলেজে অধ্যাপক, স্টাফ এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।
প্রায় ৯০ থেকে ১০০ জন ছাত্র-ছাত্রী কলেজের স্টাফ এবং অধ্যাপকরা অংশ করেছে। এই কলেজে ভাইস প্রেসিডেন্টের বিনয় পান্ডে সাথে কথা বলে জানা যায় শুক্রবার পুলওয়ামা দিবস সেই উপলক্ষে সেভ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি যদি পালন করে কলেজ। সারা বছর ধরেই সামাজিক মুলক কাজ করে এই কলেজ। বারুইপুর স্টেশন থেকে বলরামপুরে কলেজ পর্যন্ত টোটো চালানো ব্যবস্থা করেছিল এই কলেজ কর্তৃপক্ষ। কলেজের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে এই টোটোর পরিষেবা দিয়েছিল।
