সরকারী কাজের বিল পাইয়ে দেওয়ার জন্যে ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর বিরুদ্ধে।ঠিকাদারের অভিযোগকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য ।জানা গিয়েছে, এগরা ২ ব্লকের পানিপারুল হাইস্কুলে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের স্কুল বিল্ডিং তৈরী হয়েছিল। অভিযোগ সেই কাজ করার পর ঠিকাদার এগরা ২ ব্লকের বিডিওর কাছে বার বার বিল চাইলে কোনোভাবেই সেই টাকা মেলেনি। আরো অভিযোগ এগরা ২ ব্লকের বিডিও সেই ঠিকাদারকে বলেন ৫০ হাজার টাকা কাটমানি দিলে তবেই বিল ছাড়া হবে। যা নিয়ে এলাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে।
খেজুরদা গ্রামের বাসিন্দা ঠিকাদার রাজু জানা জানিয়েছেন, টেন্ডার নেওয়ার জন্য আগেও আমি বিডিও অরিজিৎ গোস্বামীকে টাকা দিয়েছি। এখন আবার বিল ছাড়ার জন্য নতুন করে ঘুষ চাইছে। আমি কাজের শ্রমিকদের টাকা দিতে পারছিনা। মানসিক যন্ত্রনায় ভুগছি। অথচ বিডিও বিল পাওয়ার ক্ষেত্রে কোনোরকম সহযোগিতা করছে না।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এই বিডিও চরম দুর্নীতিগ্রস্ত একজন আধিকারিক, যবে থেকে বিডিও অরিজিৎ গোস্বামী এই ব্লকে এসেছে, তবেই ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলছেন।তিনি বলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তরুণ মাইতি ও এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগমের উচিত অবিলম্বে তদন্ত করে এই বিডিওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা হোক।
এ প্রসঙ্গে এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিষয়টি ঠিকাদার ও বিডিও’র বিষয়। এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। তবে আমি খোঁজ নিয়ে দেখবো।
ফোনে যোগাযোগ করে হলে এ প্রসঙ্গে এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।






