Select Language

[gtranslate]
২৭শে শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ১১ই আগস্ট, ২০২৫ )

কোলাঘাটে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি, আশঙ্কাজনক -১

সোমবার সকালেপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার প্রয়াগ গ্রামে দেউলিয়া-খন্যাডিহি সড়কে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সকাল প্রায় ৬টা নাগাদ এক দম্পতি বাইকে করে যাচ্ছিলেন খন্যাডিহির দিকে। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাইকটির সঙ্ঘর্ষ হয় বলে প্রাথমিক অনুমান।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। অপরদিকে গুরুতর জখম হন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকটি দেউলিয়ার দিক থেকে খন্যাডিহি যাচ্ছিল। মাঝপথে প্রয়াগ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো পর্যন্ত বাইকের সঙ্গে কোন গাড়ির সংঘর্ষ হয়েছে, কিংবা কিভাবে ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে পথ অবরুদ্ধ হয়ে পড়ে, তৈরি হয় দীর্ঘ যানজট।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়ে পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় দ্রুতগামী গাড়ির জন্য দুর্ঘটনা প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

Related News

Also Read

02:56