বিশ্ব পরিবেশ দিবসে ইসকন মন্দির চত্বরে চন্দন চারা গাছ লাগালেন শুভেন্দু - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৪ই শ্রাবণ, ১৪৩২ মঙ্গলবার ( ২৯শে জুলাই, ২০২৫ )

বিশ্ব পরিবেশ দিবসে ইসকন মন্দির চত্বরে চন্দন চারা গাছ লাগালেন শুভেন্দু

বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার ইসকন মন্দিরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রথমে তিনি বিগ্ৰহে প্রণাম সারেন, আরতি করেন। এরপর মন্দির সন্নিকটে একটি চন্দন গাছের চারা লাগান। এবং গো মাতার সেবাও করেন।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, -“আমাদের উচিত এই একমাস ধরে প্রত্যেকের গাছ লাগানো ও গাছ লাগানোর প্রচার করা।

প্রত্যেকে যেন ব্যাপকভাবে গাছ লাগান। গত বছর আমি ২৫ থেকে ৩০ হাজার গাছ বিতরণ করেছি। আগামী রবিবার সন্দেশখালি থেকে গাছ বিতরণ শুরু করব।

Related News

10:13