তৃনমূলের অঞ্চল আঁচল কর্মসূচি  - Ekhansangbad

Select Language

[gtranslate]
৪ঠা শ্রাবণ, ১৪৩২ শনিবার ( ১৯শে জুলাই, ২০২৫ )

তৃনমূলের অঞ্চল আঁচল কর্মসূচি 

এগরা ১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আহবানে

পালন করা হলো অঞ্চলে আঁচল কর্মসূচি।

উপস্থিত ছিলেন বিধায়ক তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী রিজিয়া বিবি, ব্লক তৃণমূলের সভানেত্রী মানসী দে, জেঠথান গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জু বেরা,উপপ্রধান সাবিতা সিট, বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা সহ

বিভিন্ন গ্রাম সভার নির্বাচিত সদস্যা ও জনপ্রতিনিধি গন। এই কর্মসূচিতে সহশ্রাধিক মহিলা কর্মী যোগদান করেন।

আগামী বিধানসভা নির্বাচনে চতুর্থ বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে বসানোর জন্য সকল কর্মীকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। এদিন শপথ গ্রহণের মাধ্যমে তারা অঙ্গীকার বদ্ধ হয় কর্মীরা।মুখ্যমন্ত্রীর ঘোষিত আগামী দিনের কর্মসূচি সফল করার ডাক দেওয়া হয়।

Related News

06:09