কাঁথি পৌরসভার অনলাইন ট্যাক্স পরিষেবা চালু - Ekhansangbad

Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ১৪ই জুলাই, ২০২৫ )

কাঁথি পৌরসভার অনলাইন ট্যাক্স পরিষেবা চালু

কাঁথি পৌরসভার উদ্যোগে অনলাইন ট্যাক্স পরিষেবা চালু হলো। এই অনলাইন ট্যাক্স পরিষেবা উদ্বোধন করেন পৌর প্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, কাউন্সিলর অতনু গিরি, রুমা দাস এবং পৌরসভার নির্বাহী আধিকারিক আমিয় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মচারীবৃন্দ।

 

পৌর প্রধান সুপ্রকাশ গিরি বলেন কাঁথি শহরবাসী অনলাইনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্স গুলি দিতে পারবে। তার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে ট্যাক্স দিতে না পারার কোনরকম সমস্যা থাকবে না। পরিশোধের জন্য পৌরসভায় দৌড়ে আসতে হবে না। বাড়িতে বসেই ট্যাক্স দিতে পারবেন সমস্ত মানুষজন। এই পরিষেবা চালু হতেই শহরবাসী খুশি। কারণ ট্যাক্স দেওয়ার যে সমস্যা থাকে সেই থেকে মানুষ রেহাই পাবেন।

Related News

Also Read

10:23