Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

কাঁথিতে মাধ্যমিক পরীক্ষার্থী বাইক দুর্ঘটনায় আহত, হাসপাতালে তিনজনের পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিনে ভূগোল পরীক্ষা দিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনার কবলে পড়লো দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে কাঁথি ৩ ব্লকের বাহিরি বি বি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের অদূরে। পরীক্ষা দিতে আসার সময় বাইক দুর্ঘটনায় দুই ছাত্র আহত হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে পরীক্ষায় বসানো হয়। মাধ্যমিক পরীক্ষার জেলা মনিটরিং টিমের আহবায়ক সত্যজিৎ কর জানিয়েছেন রামনগর ১ ব্লকের মিরগোদা হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

দ্রুততার সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার পর ওই স্বাস্থ্য কেন্দ্রে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।তিনি আরো জানিয়েছেন এদিন মোট তিনজন পরীক্ষার্থী হাসপাতালে পরীক্ষা দিচ্ছে।এছাড়া জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোন অভিযোগ নেই।

Related News