পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল – দিদির সুরক্ষা কবচ। তারই অংশ হিসেবে গ্রামে গ্রামে ঘুরে নাগরিকদের নালিশ শুনছেন ‘দিদির দূত’রা।এই কর্মসূচীকে যমদূত বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, অভ্যন্তরীণ জলপথ পরিবহন এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
শুধু ‘দিদির দূত’ কর্মসূচীকে কটাক্ষ নয়,আগামী ২০২৪ সালের মধ্যে বাংলায় সিএএ লাগু হবে বলেও হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় একটি প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন শান্তনু ঠাকুর।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু ঠাকুর।
কেন্দ্রীয় জাহাজ, বন্দর, অভ্যন্তরীণ জলপথ পরিবহন এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাংবাদিকদের কাছে দাবি করেন আগামী ২০২৪ সালের আগেই দেশের অন্যান্য প্রান্তের সাথে পশ্চিমবঙ্গেও সিএএ লাগু হবে ।আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে মন্ত্রী এই কথা বলছেন কিনা সাংবাদিকেরা জানতে চান ।শান্তনু ঠাকুর বলেন সিএএ নিয়ে সুপ্রীম কোর্টে মামলা আছে ।তিনি মনে করেন সেই সব মামলা ২০২৪ সালের আগে নিষ্পত্তি হয়ে যাবে ।এবং সিএএ লাগুর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।তৃনমূল বিরোধীতা করলেও এই আইন প্রণয়ন আটকাতে পারবেনা।

এর পরেই রাজ্যের শাসক দল তৃনমূলকে আক্রমন করে কেন্দ্রীয় জাহাজ, বন্দর, অভ্যন্তরীণ জলপথ পরিবহন এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন নির্বাচন এলে তৃনমূল চমক দেয় ।এর আগে লক্ষীর ভান্ডার কর্মসূচী চালু করেছিলো।সেই প্রকল্প এখন খুঁজে পাওয়া যাচ্ছেনা।এবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিদির দূত কর্মসূচী এনেছে।এই সব দূত যমদূত হয়ে যাবে বলে কটাক্ষ করেন শান্তনু।
