বাল্যবিবাহ সচেতনতা ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা - Ekhansangbad

Select Language

[gtranslate]
৮ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ২৩শে জুলাই, ২০২৫ )

বাল্যবিবাহ সচেতনতা ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা

জেলা শিশু সুরক্ষা ইউনিট, কাজলা জনকল্যাণ সমিতি ও পারুলের মডার্ন হাইস্কুল এর যৌথ উদ্যোগে পারুলিয়া মডার্ন হাইস্কুলে কন্যাশ্রী ক্লাবের সদস্যা ও প্রায় ৩০০ জন ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ সচেতনতা ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পারুলিয়া মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ড: অনুত্তম পরিয়ারি, কাঁথি মহিলা থানার এল. এ.এস.আই কাঞ্চন মন্ডল, সরদা গ্রাম পঞ্চায়েতের হিঞ্ছি গ্রামের সদস্য আকবর আলী খান ও সরদা গ্রাম পঞ্চায়েতের গ্রাম শিশু সুরক্ষা কমিটির সদস্য,সদস্যা ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রথমে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুত্তম পরিয়ারী।

তথ্যচিত্রের মাধ্যমে বাল্যবিবাহ সম্পর্কে গান, কাটুন ও বিভিন্ন বিষয়ে দেখানো হয়। এরপরে কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত তাপোবন শিশু আবাসের সুপারিনটেনডেন্ট দিপালী নন্দী মহাশয়া বাল্যবিবাহ সহ শিশু সুরক্ষা সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেন। সবশেষে প্রধান শিক্ষকের লেখা কন্যাশ্রী সম্পর্কে গান ও কবিতা শিক্ষিকা নিলয় দাস সহ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা পরিবেশন করেন। এছাড়া শপথ বাক্য পাঠ করে সভাপতি মহাশয় সভা শেষ করেন। আজকের আলোচনা সভাটি সঞ্চালনা করেন কন্যাশ্রী ক্লাবের সদস্যা প্রনমি পাল।

Related News

12:37