প্রদীপ কুমার সিংহ : কিছুদিন আগে বারইপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকাতে ভর দুপুরে এক ব্যবসায়ীকেই দুষ্কৃতীরা ভোজালি কোপ মারে।আবার শনিবার ভোররাতে বারুইপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডেরই হালদার পাড়ার জনবহুল এলাকার একটি ইলেকট্রিকের গোডাউন ও বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ইলেকট্রিকের গোডাউন থেকে লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে। গোডাউনের শাটার ভেঙে ও গেটে তালা ভেঙে চুরি করা হয়েছে ইলেকট্রিকের সরঞ্জাম।
গোডাউনের পাশেই একটি বাড়ির গেট ও দরজার তালা ভেঙে চুরি করা হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র। ঘরে সিসিটিভি ক্যামেরা থাকায় তার চিপ খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় পরপর দু জায়গায় চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। যদিও আগের ঘটনা পুলিশ এখনও কিনারা করতে পারিনি।

Post Views: 12