প্রদীপ কুমার সিংহ :- আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনা ঘটেছে নরেন্দপুর এলাকায়।
ফের আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় আহত এক এস আই। পুলিশ ঘটনার তদন্ত করছে। একজন পুলিশ আহত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি।
আচমকা মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাড়িতে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ। দরজা ও বাড়ির অন্যান্য জিনিস ভাঙার পাশাপাশি মারধোর ও সিসিটিভির তার কেটে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জোর করে হার্ডডিস্ক খুলে আনা হয়েছে বলেও অভিযোগ।
ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশ কর্মীকে লক্ষ্য করে। অল্পের জন্য রক্ষা তবে ঘটনায় এসআই শান্তনু ব্যাধ আহত। তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা।
২০২২ সালের শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল ৭৬, সৌম পাল, (বাবু) ২৩ ও শ্যামল পাল (বাপি) ৪১ নামে তিনজন। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার আর্য নগর এলাকায় বুধবার রাতে।
পুলিশ সূত্রে অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর হামলা হয়। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা। কোনমতে কয়েকজন পুলিশকর্মী তাকে বাঁচিয়ে নেন।
এই ঘটনা নিয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার ঢালি বলেন বুধবার রাতে নরেন্দ্রপুর থানার ৪ পুলিশ কর্মী ওয়ারেন্টের আসামিকে বাড়িতে যায় তাকে ধরতে। কিন্তু তার বাড়িতে যাওয়ার পর চারজন ফুল পুলিশকর্মীর মধ্যে একজনকে মারধর করা হয়।
অভিযুক্তদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পাঠাবার ব্যবস্থা করে নরেন্দ্রপুর পক্ষ থেকে। মহামান্য আদালতে বিচারকের কাছে নিজেকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে পুলিশের পক্ষ থেকে।
