Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে পত্রিকা সম্পাদক পদে নির্বাচিত দেবাশিস মাঝি

নতুন দিল্লির শতাব্দী প্রাচীন সর্বভারতীয় বাংলা সাহিত্য সংগঠন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পত্রিকা সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন কাঁথি-দীঘা শাখার পূর্বতন সম্পাদক তথা বর্তমান কেন্দ্র ও রাজ্য প্রতিনিধি দেবাশিস মাঝি।  আজ  কলকাতার ‘ভারত সভা’ হলঘরে অনুষ্ঠিত রাজ্য কমিটির নির্বাচনে নির্বাচিত হলেন বাঁকুড়া শাখা থেকে সভাপতি  রামপ্রসাদ বিশ্বাস,   রূপনারায়ণপুর শাখা থেকে রাজ্য সচিব প্রণবেশ দাস,   কাঁথি-দীঘা শাখা থেকে পত্রিকা সম্পাদক দেবাশিস মাঝি এবং কোষাধ্যক্ষ পদে হাওড়া  শাখার চন্দ্রশেখর দাস। কাঁথি-দীঘা শাখার নির্বাচক প্রতিনিধি হিসাবে শাখা সম্পাদিকা রীনা দাস, কার্যকরী সভাপতি কৌস্তভ কান্তি মাইতি, সহ-সভাপতিমণ্ডলীর অন্যতম প্রমথেশ মণ্ডল,পূর্বতন শাখা-সম্পাদক তথা শাখার কেন্দ্র ও রাজ্য প্রতিনিধি দেবাশিস মাঝি উপস্থিত ছিলেন।

পত্রিকা সম্পাদক হিসাবে রাজ্য কমিটিতে নির্বাচিত হওয়ায় দেবাশিস বাবু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাঁথি-দীঘা শাখার প্রতিনিধির এই সাফল্যে সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ শুভেচ্ছা- অভিনন্দন জানিয়েছেন।

Related News