Select Language

[gtranslate]
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ রবিবার ( ১৪ই ডিসেম্বর, ২০২৫ )

এগরা ২ পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতি দখল করলো তৃনমূল

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ঝটকা খেল বিজেপি। মেদিনীপুর লোকসভা আসনের বিজেপির হারের জেরে এগরা ২ পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতি দখল করলো রাজ্যের শাসক দল তৃনমূল।আর এই হারের আশংকায় ভোটাভুটিতে গরহাজির থাকলো বিজেপির সদস্যরা।উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকী আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি কমিটির দখল নিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল।

এগরা ২ ব্লক তৃণমূলের সভাপতি স্বরাজ খাঁড়া এগরা ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গুলি দখল করার পরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন সেই সময়ে তৃণমূলের টিকিটে জয়ী কাঁথির  সাংসদ শিশির অধিকারী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেদিন শিশির অধিকারীর ভোটের জোরেই ক্ষমতা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আজ সাংসদ জুন মালিয়ার ভোট পেয়ে ক্ষমতা পুনরুূ্ধার করেছি আমরা। আর পদ হাতছাড়া হবে বুঝতে পেরেই বিজেপির সদস্যরা কেউ ভোটাভুটিতে আসেননি।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলেশ পাহাড়ী জানান,স্বাভাবিক নিয়মেই এখানে ক্ষমতা ফিরে পেল তৃণমূল। মেদিনীপুর লোকসভা হারিয়ে বিজেপির ভোট ১৯টি হয়েছে৷ এতে আমাদের কিছু করার ছিল না।

প্রসঙ্গত  অবস্থানগত ভাবে এগরা ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভোট দেওয়ার অধিকার পান উত্তর কাঁথির বিধায়ক, কাঁথির সাংসদ, এগরার বিধায়ক ও মেদিনীপুরের সাংসদ। ২০২৩ পঞ্চায়েত ভোটের পর পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ভোটে স্থানী তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে তৃণমূলের ঝুলিতে ছিল ১৯টি ভোট। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ ও উত্তর কাঁথির বিজেপি বিধায়কের ভোট মিলিয়ে গেরুয়া শিবিরের ঝলিতেও ১৯টি ভোট ছিল। এই সময় শিশির অধিকারীর একটি ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related News

Also Read