শিল্পশহর হলদিয়া থেকে উদ্ধার হল বিরল প্রজাতির পেঁচা। মঙ্গলবার হলদিয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের হাতিবেড়িয়া গ্ৰামের বাসিন্দা রবীন্দ্রনাথ প্রামানিকের বাড়ি থেকে বিরল প্রজাতির জখম পেঁচাটিকে উদ্ধার করে বালুঘাটা বিট অফিসের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার থেকে পেঁচাটি ডানায় জখম হওয়ায় উড়তে না পেরে এলাকায় বিভিন্ন গাছে বসে ছিল।
রবীন্দ্রনাথ বাবু পেঁচাটিকে ধরে বাড়িতে রেখে সেবা শুশ্রূষা করেন এবং স্থানীয় বালুঘাটা বন বিভাগে খবর দেন।
মঙ্গলবার দুপুর নাগাদ বন দফতরের আধিকারিকরা এসে পেঁচাটিকে নিয়ে যায়।

Post Views: 68





