দলের ব্লক সভাপতি বদলের দাবিতে রাস্তায় নামলো মহিলা কর্মীরা।পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে রাজ্যের শাসক দল তৃনমূলের গোষ্ঠী কোন্দল এভাবে প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে খেজুরীতে।
সম্প্রতী পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য ব্লকের সাথে খেজুরি ২ ব্লকে দলের নতুন সভাপতি নিযুক্ত করেছে শাসক দলের রাজ্য নেতৃত্ব।নতুন সভাপতি হয়েছেন শ্যামল মিশ্র ।
সেই সভাপতিকে বদলের দাবি জানিয়ে শ্যামল মিশ্র বিরোধী গোষ্ঠী আন্দোলনে নামলো।ব্লক সভাপতি বদলের দাবী জানিয়ে বিক্ষোভ দেখালেন শাসক দলের একাংশ।
জানা গেছে বিক্ষোভ কর্মসূচীতে অধিকাংশ মহিলারা সামিল হয়েছেন।কর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখা সহ একাধিক অভিযোগ তুলে এই আন্দোলনকারীরা বিক্ষোভ দেখায়।
উল্লেখ্য খেজুরী ২ ব্লকে দলে আগের সভাপতি ছিলেন দেবাশীষ দাস। পুনরায় তাকে এই সভাপতির আসনে ফেরানোর দাবিতে এই বিক্ষোভ।
কর্মীদের একাংশের এই বিক্ষোভের প্রসঙ্গে মুখ খুলতে রাজী হয়নি কোন গোষ্ঠী।






