Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। তমলুক শহরে অনুষ্ঠিত হচ্ছে কার্নিভাল ।।

পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির পরে সদর শহর তমলুকেও দুর্গা পুজোকে ঘিরে প্রথমবারের সুসজ্জিত কার্নিভাল অনুঢঠিত হচ্ছে।

বৃহস্পতিবার রাতে কাঁথি শহরে অনুষ্ঠিত হয় কার্নিভাল।আর শুক্রবার তমলুকে ।



জেলার সদর শহরের হসপিটাল মোড় থেকে শুরু হয় কার্নিভাল।শেষ হয় নিমতলাতে। সমস্ত আয়োজন তুঙ্গে, বিকেল পাঁচটায় শুরু হয় কার্নিভাল।



কোনরকম অঘটন যাতে না ঘটে সেদিকে কড়া নজরদারি রেখেছে প্রশাসন। ইতি মধ্যে যাত্রা পথ নানা আলপনার রঙে সুসজ্জিত করা হয়েছে, ব্যানার ফেস্টুন লাগিয়ে সুসজ্জিত করা হয়েছে পথ ঘাট।

Related News

Also Read