Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কৃপার তাৎপর্য

কৃপা মানে কেহ কেহ লিখেছেন ‘কৃ’ মানে করা আর ‘পা’ মানে পাওয়া অর্থাৎ করে পাওয়া।

কিন্তু তাঁকে কি কিছু করে পাওয়া যায়? ঠাকুর তাই বলেছেন, “কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না।”

ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। একটা গল্প আছে।

একদিন একটা সাপ খুব ক্ষুধার্ত হয়ে গর্ত থেকে বেরিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, ” ঠাকুর আমাকে তাড়াতাড়ি একটা ব্যাঙ পাইয়ে দাও। ” প্রার্থনা করতেই সামনে একটা ব্যাঙ দেখতে পেয়ে ধরেছে। তখন ব্যাঙটা ভগবানকে বলছে, ” ঠাকুর আমি তোমার নাম করেছিলাম আর আমাকে সাপে ধরল! আমাকে বাঁচাও, ঠাকুর।”

আর সাপটা বলছে, “দেখো ঠাকুর, যখন এতই দয়া করে ব্যাঙটা পাইয়ে দিলে তখন সে যেন পালিয়ে না যায়। “

তখন ভগবান ব্যাঙকে বললেন, ” ধরেছে তো নড়িস নি। ” আর সাপকে বললেন, “ধরেছিস তো ছাড়িস নি।”

ব্যাঙ ঠাকুরের কথা শুনে মোটেই না নড়ে মরার মত পড়ে রইল।

তাই দেখে সাপটা, ব্যাঙটা মরে গেছে মনে করে, ভাল করে খাবে বলে যেই ব্যাঙটা কে মুখ থেকে নামিয়েছে অমনি ব্যাঙটা একলাফে পালিয়ে গেল। ব্যাঙ ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল তাই বেঁচে গেল।

সৌজন্যে – শ্রীরামকৃষ্ণায়তে নমঃ

Related News

Also Read