একটি চুরির ঘটনা এক বছর ঘুরতে না ঘুরতে ফের চুরি হয়ে গেল গ্রাম পঞ্চায়েত অফিস। গতকাল শুক্রবার পঞ্চায়েত কর্মীরা ডিউটি সেরে তালা লাগিয়ে বাড়ি চলে যায়। আর শনিবার সকালে স্থানীয় মানুষরা দেখতে পায় পঞ্চায়েতের মেন গেট ভাঙ্গা অবস্থায়। ভিতরে থাকা টোটো ভগ্নদশায় পড়ে আছে।
খবর পেয়ে পঞ্চায়েত প্রধান নিবেদিতা বর্মন ছুটে যান পঞ্চায়েত অফিসে। খবর দেয় নন্দীগ্রাম থানায়।খবর পেয়ে পুলিশ পঞ্চায়েত অফিস পরিদর্শন করে তদন্তে নামে । সিসি ক্যামেরা প্রতিটা জায়গায় থাকলেও তার কোন তথ্য নেই।
পঞ্চায়েত প্রধান নিবেদিতা দেবী জানিয়েছেন সি সি ক্যামেরা একবার খারাপ হয়ে গেছিল। তাকে মেরামত করা হয়। ক্যামেরা সক্রিয় থাকলেও কোন ভিডিও দেখতে পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন এই অবস্থা কেন হল তিনি বুঝতে পারেননি। এ বিষয়ে অভিজ্ঞ টেকনিশিয়ানকে ডাকা হয়েছে। তারা এসে কোন তথ্য বার করতে পারে কিনা দেখা হচ্ছে।
তিনি জানিয়েছেন ২০২৪ সালের নভেম্বর মাসে গেটের তালা ভেঙ্গে টোটোর ব্যাটারি চুরি করেছিল। তার দীর্ঘদিন বাদে এক বছর যেতে না যেতে পুনরায় একই কায়দায় টোটোর ব্যাটারি চুরি হলো। তাই দুষ্কৃতকারীদের কোনভাবে শনাক্তকরণ করা বা চুরি করার সময় কোন ফুটেজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে।





