Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পাঁচ ভুয়ো আয়কর অফিসারকে লুঠের টাকা-গহনা সহ গ্রেফতার করলো পুলিশ

এবার অভিনব পদ্ধতিতে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা লুঠ করে নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়লো দুষ্কৃতীর দল।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার এগরার।

জানা গেছে আয়কর বিভাগের অফিসার সেজে দুষ্কৃতীর দল এগরার এক গয়না দোকানে হাজির হয় ।ভুয়ো আয়কর হানা দিয়ে আনুমানিক প্রায় ২০০ গ্রাম সোনা ও ৪ লক্ষ টাকা হাতিয়ে পালায় এই দুষ্কৃতীরা। আরো জানা গেছে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটে গত শুক্রবার বিকাল ৩ টা নাগাদ ।

পুলিশ সুত্রে জানা গেছে এই ভুয়ো আয়কর অফিসারেরা এগরা শহরের স্বর্ণ ব্যবসায়ী শচীন প্যাটেল, রাজু প্যাটেল দোকানে হানা দেয় ।আয়কর অফিসারেরা দোকান থেকে সোনার গহনা ও টাকা নিয়ে চলে গেলেও কোন রসিদ না দেওয়ায় দোকান মালিকের সন্দেহ হয়।তারা সাথে সাথে এগরা থানায় অভিযোগ করে ।অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।

সুত্রের থেকে জানা গেছে সিসিটিভি ফুটেজ দেখে একটি মারুতি আর্টিকা গাড়ি চিহ্নিত করে পরে বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠানোর পর ধুলাগড়ের টোল গেটে গাড়িটি আটক করে পুলিশ। পরে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ দুষ্কৃতীর বাড়ী ডায়মন্ড হারবার, উস্থি ও মোগরাঘাট এলাকায়। দুষ্কৃতীদের নাম প্রশান্ত ঘোষ, ভোলা খান, কাজীরুল হালদার, আখতার খান, সাইফুল সর্দার।

Related News

Also Read