একুশে জুলাইকে সামনে রেখে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘি কো-অপারেটিভ সোসাইটির রাইস মিলে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবারেও পুরুষ ও মহিলা মিলে প্রায় ৭০০ জন রক্তদান করেন।

প্রচন্ড গরমে মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতে, পাশাপাশি ব্লাড ব্যাংকগুলির রক্তের ঘাটতি মেটাতেই এদিনের এই রক্তদান শিবির বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রত্যেক রক্তদাতার হাতে উপহার তুলে দেওয়া হয়েছে।

এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষকান্তি পন্ডা, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, জয়ন্ত সাউ, সেক সুরজ আলী, মৃনালকান্তি দাস, স্বপন মাইতি, হাবিবুর রহমান, মানস রায়, আমিন সোহেল, জালালুদ্দিন খান প্রমুখ।





