Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

দিঘার জগন্নাথ ধামের জন্যে দু জোড়া লোকাল ট্রেন

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় আসন্ন জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষে চলতি মাসের ২৬ তারিখ থেকে আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধে দক্ষিণ পূর্ব রেলওয়ে দু জোড়া লোকাল ট্রেন চালু করার কথা ঘোষনা করলো। নতুন এই দুটি রেলের মধ্যে একটি সরাসরি হাওড়া থেকে এবং অন্যটি পাঁশকুড়া থেকে দিঘার মধ্যে চলাচল করবে।

 

জানা গেছে হাওড়া – দিঘার মধ্যে চলাচলকারী ট্রেনটি হাওড়া ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে দিঘায় পৌছবে, ৫টা ৩৫ মিনিটে। আবার দিঘা থেকে ছাড়বে ৫:৪৫ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে রাত ১০ঃ৩৫ মিনিটে।

 

আবার পাঁশকুড়া – দিঘা এর মধ্যে চলাচলকারী ট্রেনটি পাঁশকুড়ায় ছাড়বে ভোর ৪ঃ৪৫ মিনিটে। দিঘা পৌঁছবে সকাল ৭টা ২৫ মিনিটে। আবার দিঘা ছাড়বে সকাল ৭ঃ৩৫ মিনিটে এবং পুনরায় পাঁশকুড়া পৌছাবে ১০টা ২০ মিনিটে।

Related News

Also Read