রাজ্য সড়কে দাউ দাউ করে জ্বলে পুড়লো বাইক ।দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাচক ভাগ্যবন্তপুরের কাছে ।
পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা রাজ্য সড়কের উপর বাইকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ।সোমবার সন্ধ্যাবেলা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে যাবার পথেই দুর্ঘটনা । কোন রকমে বাইক আরোহী ছিটকে চলে যায় ।জানতে পারা যায় ,বাইকটির নতুন কেনা হয়েছিলো ।
প্রাথমিক তদন্তে ,বাইকের শর্ট সার্কিট থেকেই আগুন ,ভয়ানক চেহারা নেয় । রাস্তায় পথ চলতি মানুষরা রাস্তায় যাতায়াত বন্ধ করে দেয় ।খবর পেয়ে ঘটনাস্থলে আছে দূর্গাচক থানার পুলিশ । খবর দেওয়া হয় দমকলে ।দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পুড়ে যাওয়া সেই বাইকটি দূর্গাচক থানায় নিয়ে যাওয়া হয়।

Post Views: 12