শিশুদের মনোবল বৃদ্ধি ও পড়াশোনায় আগ্রহী করেতুলতে প্রীতিভোজের আয়োজন করা হলো। কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের ভাজাচাউলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাঁচাদের নিয়ে প্রীতিভোজ হল রবিবার।

উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল,ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দদুলাল মাইতি, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সদস্যা অপরাজিতা মাইতি,ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত সদস্যা সুমিত্রা রানী প্রধান, মধুমিতা মন্ডল, ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Post Views: 13